Breaking News

উত্তরাখণ্ডের আলমোড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা! আর্তনাদের শব্দে ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রত্যক্ষদর্শীদের,মৃত ৩৬,আহত বহু,চলছে উদ্ধারকাজ

দেবরীনা মণ্ডল সাহা :- উত্তরাখণ্ডের আলমোড়া জেলার রামনগরে খাদে এক যাত্রীবাহী বাস উল্টে পড়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনায় উদ্ধারকাজ করছেন স্থানীয় লোকজন ও প্রশাসনের আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটিতে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। যাত্রীদের মধ্যে অসংখ্য শিশুও রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় | এসডিআরএফ টিমও পাঠানো হয়েছে৷ আলমোড়ার জেলা প্রশাসকের সঙ্গে উত্তরাখণ্ডের মূখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কথা হয়েছে৷ তিনি ঘটনার বিষয়ে যাবতীয় তথ্য জানতে চেয়েছেন৷ দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন।
উদ্ধারকার্য দেখভাল করার জন্য দেরাদুনের জেলা প্রশাসনকে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন৷ প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করারও কথা জানিয়েছেন৷
আলমোরার বাস দুর্ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর। আহতদের ১ লক্ষ আর নিহতদের পরিজনকে ৪ লক্ষ টাকা ক্ষতিপুরণের ঘোষণা করলেন।পুলিশ ও প্রশাসন সূত্র জানিয়েছে, বাসটি গাড়োয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। আলমোড়ার মারচুলার কাছে দুর্ঘটনা ঘটে। বাসটিতে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে অনুমান। কাকভোরে একটি বাঁকের মুখে দ্রুতগতিতে যাওয়ার সময় বাসটি ভারসাম্য হারিয়ে ফেলে উল্টে যায়। আলমোড়ার জেলাশাসক অলোককুমার পান্ডে বলেন, বাসটি ২০০ মিটার খাদে গড়িয়ে পড়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *