নিজস্ব সংবাদদাতা কলকাতা :- উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে এবার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। সম্প্রতি একটি সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তিনি বক্তৃতা রাখার সময় উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।অক্টোবরের শেষে পশ্চিমবঙ্গে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে এসেছিলেন অমিত শাহ। সল্টলেকের প্রেক্ষাগৃহে সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী । সেখানে তাঁর মুখে রীতিমতো অতীতের নকশালপন্থীদের মতো কথা শোনা গিয়েছিল। আর তা ‘উসকানিমূলক’ বলে উল্লেখ করে এবার থানায় অভিযোগ দায়ের হল মিঠুনের বিরুদ্ধে। এ নিয়ে অভিযোগ দায়ের করে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন জনৈক ব্যক্তি।সেই সভায় বক্তৃতার মিঠুন চক্রবর্তী বলেছিলেন, ‘বাংলায় জয়ের জন্য বিজেপি যেকোনও কিছুর জন্য প্রস্তুত। এর মধ্যে কিছুই রয়েছে, যা বলা যায় না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই এটা বলছি। আমি অনেক রাজনীতি, হিংসা, রক্তাক্ত রাজনীতি দেখেছি।’ তারপরে তৃণমূল নেতা হুমায়ুন কবিরের একটি বিতর্কিত মন্তব্য উল্লেখ করে মিঠুন বলেন, ‘এক নেতা বলেছিলেন সেখানে ৭০ শতাংশ মুসলিম আর ৩০ শতাংশ হিন্দু। দু ঘণ্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে।’ মিঠুন বলেছিলেন, ‘তবে আমরা ভাগীরথীতে ফেলব না। কারণ ভাগীরথী আমাদের মা। তোমাকে আমরা মাটিতে পুঁতে দেব।’
তৃণমূলকে সতর্ক করে তিনি আরও বলেছিলেন, ‘আমাদের এমন কর্মীদের দরকার যারা লড়াই করতে পারে। আমাদের এমন কর্মী দরকার যারা চ্যালেঞ্জ করে বলতে পারে যে এসো, আমার দিকে গুলি চালাও দেখাও তোমার বন্দুকে কত গুলি আছে। তোমরা যদি আমাদের গাছ থেকে একটি ফল ছিঁড়ে নাও তাহলে আমরা চারটি ছিঁড়ে ফেলব।’আর তাঁর এসব মন্তব্যে যথেষ্ট উসকানি রয়েছে বলে অভিযোগ জানিয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন এক নাগরিক। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
Hindustan TV Bangla Bengali News Portal