দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ছট পুজোর জন্য বুধবার থেকেই বন্ধ থাকছে রবীন্দ্র এবং সুভাষ সরোবর। এনজিটির নির্দেশ মতো রবীন্দ্র সরোবর বা সুভাষ সরোবরে ছট পুজোর কাজ করা যাবে না। সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে এই দুই লেক। পাশাপাশি লেক চত্বরে মোতায়েন করা হচ্ছে বিশাল সংখ্যক পুলিশবাহিনী। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্যই এই সিদ্ধান্ত। বুধবার রাত আটটা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে দুই সরোবরের দরজা। পাশাপাশি সেখানে জোরদার করা হচ্ছে নিরাপত্তাও। রবীন্দ্র সরোবরে মোতায়েন থাকছে ২৫০ জন পুলিশ। সুভাষ সরোবরেও থাকছে সমসংখ্যক পুলিশ বাহিনী।অতীতে আদালতের নির্দেশ অগ্রাহ্য করেই সরোবরে ছট পুজো হয়েছে। যার জেরে দূষিত হয়েছে পরিবেশ। পুলিশের চোখের সামনেই ভাঙা হয়েছে আইন। যার কড়া সমালোচনা করেছেন শহরের সাধারণ নাগরিক থেকে পরিবেশবিদরা। যদিও গত কয়েক বছর ধরে কিছুটা পরিবর্তন হয়েছে এই পরিস্থিতি। প্রশাসন সূত্রে খবর, অন্যান্যবারের মতো এবারও কলকাতার বিভিন্ন জায়গায় কৃত্রিম জলাশয় তৈরি ছটপুজোর ব্যবস্থা করে হচ্ছে | ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে এবারও ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রবীন্দ্র সরোবরে। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র এই জলাশয়ের বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে নোটিস। গেটের বাইরে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড।টিনের বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে বেলেঘাটা সুভাষ সরোবরের উন্মুক্ত জায়গা। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে নিষিদ্ধ হয়েছে ছট পুজো। আজ থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত দুই সরোবরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।