প্রসেনজিৎ ধর,কলকাতা :- রাজ্যের সিআইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। বুধবার উচ্চ আদালতে তিনি রক্ষাকবচের আর্জি জানিয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতিও দিয়েছেন।আগামী সোমবার শুনানির সম্ভাবনা।দীর্ঘদিন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় কো-অপারেটিভ ব্যাঙ্কে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ঘটনায় আগামী ১২ নভেম্বর অর্থাৎ উপনির্বাচনের আগের দিন তাঁকে ভবানী ভবনে তলব করে সিআইডি। অর্জুন সিং আগেই দাবি করেছিলেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বুধবার হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।চার বছর আগে ভাটপাড়া পুরসভার একটি মামলায় অর্জুনকে তলব করেছে সিআইডি। আগামী ১২ নভেম্বর বেলা ১১টায় তাঁকে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ২০২০ সালে ভাটপাড়া পুরসভায় প্রায় চার কোটি টাকা দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে বিজেপির প্রাক্তন সাংসদের। তবে বুধবার হাইকোর্টে অর্জুনের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলকে নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই নোটিস পাঠানো হয়েছে। নেপথ্যে রাজনৈতিক কারণ আছে বলে দাবি করা হয়েছে। এ-ও বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হয়রানি করতেই ওই পদক্ষেপ করছে রাজ্য পুলিশ। এখন অর্জুনের আবেদন, সিআইডির ওই নোটিস খারিজ করা হোক এবং তাঁকে রক্ষাকবচ দিক হাই কোর্ট। আগামী সোমবার সংশ্লিষ্ট মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal