Breaking News

‘মমতার পর বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক,’জল্পনা ছড়িয়ে দিলেন কুণাল ঘোষ!জন্মদিনের শুভেচ্ছায় কুণালের পোস্টে কী ইঙ্গিত?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের ঠিক আগেই এক্স হ্যান্ডেলে ‘ইঙ্গিতপূর্ণ’ ট্যুইট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কী এমন লিখেছেন কুণাল? এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন, ”রাত পোহালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, চোখের সমস্যাটা একদম ঠিক হয়ে যাক। কম বয়সেই যোগ্য নেতৃত্বের যে ছাপ অভিষেক রাখছে, সময়ের সঙ্গে তা আরও ব্যাপকতর হতে থাকুক। আমি নিজে সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার উপর গুরুত্বসহ নজর রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালোবাসি।”
কার্যত অভিষেক বন্দোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ কুণাল ঘোষ। কুণাল পোস্টে আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের স্নেহচ্ছায়ায় গড়ে ওঠা অভিষেক তাঁর আস্থাভাজন ও অত্যন্ত ঘনিষ্ঠ। মমতার মতো, অভিষেকও সমান দক্ষতার সঙ্গে রাজনৈতিক দায়িত্ব পালন করছেন এবং ধীরে ধীরে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠছেন। এমনকি অনেক তৃণমূল নেতাই মনে করেন, মমতার রাজনৈতিক দর্শনের যোগ্য উত্তরসূরি হিসেবে, অভিষেক তাঁর দৃঢ় অবস্থানকে আরও সুদৃঢ় করছেন।
কুণালের দাবি, “অভিষেক শুধু তৃণমূল কংগ্রেসের সেনাপতি নয়, আগামীতে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও তাঁর মধ্যে জাগ্রত। মমতার ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক হিসেবে অভিষেক ধীরে ধীরে রাজনৈতিক পরিসরে শক্ত অবস্থান তৈরি করছেন। তিনি তৃণমূলের যুগান্তরের পতাকায় কান্ডারী হয়ে উঠবেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *