প্রসেনজিৎ ধর :- ‘আমিই আপনাদের ৪৭তম প্রেসিডেন্ট’। সরকারি ফল ঘোষণার আগেই নিজেকে আমেরিকার নয়া ‘বস’ ঘোষণা করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডাতে ‘নতুন মার্কিন প্রেসিডেন্ট’ হিসেবেই বিজয় ভাষণ দিলেন তিনি। জনসমক্ষে তিনি বললেন, ‘এমন জয় আগে কখনও দেখেনি আমেরিকা।’আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের প্রবণতায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতে যাচ্ছেন। আর বুধবার সেই ইঙ্গিত স্পষ্ট হতে সরকারিভাবে ফল ঘোষণার আগেই ‘ভারতবন্ধু’ ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এক এক্সবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, আন্তরিক অভিনন্দন আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প। আপনার এই ঐতিহাসিক জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা জানাই। মোদী আরও লিখেছেন, আপনি যেভাবে আপনার পূর্ববর্তী জমানায় সাফল্য গড়ে তুলেছেন, সেভাবেই আমি আপনার ভবিষ্যৎ সাফল্য কামনা করি। ভারত-মার্কিন সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক যেন পুনর্গঠিত হয়। আন্তর্জাতিক ও কৌশলগত অংশীদারিত্বে আমাদের সহযোগিতা আরও বাড়বে বলে আশা করি আমি।নিজের জয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বুধবার ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণ দিলেন তিনি। তাঁর বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল, আমেরিকাকে জগৎসভায় ফের শ্রেষ্ঠ করে তোলার আশ্বাস। ট্রাম্পের সঙ্গেই মঞ্চে উঠেছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারের অন্য সদস্যেরা। ছিলেন আমেরিকার সম্ভাব্য হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।মঞ্চে উঠেই ‘বিপুল জয়ের’ জন্য আমেরিকাবাসীকে ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, “সমালোচকদের ভুল প্রমাণিত করে আমরা জয়ী হতে চলেছি। আমেরিকা অভূতপূর্ব এবং শক্তিশালী রায় দিয়েছে।” তার পরেই ফের ‘আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করব’ স্লোগানটি দেন ট্রাম্প। ট্রাম্প যখন ভাষণ দিচ্ছেন, তখন তাঁর সমর্থকেরা একনাগাড়ে ‘আমেরিকা-আমেরিকা’ স্লোগান দিতে থাকেন। ট্রাম্প উদ্বেলিত সেই সমর্থকদের উদ্দেশে বলেন, “সব সমস্যার সমাধান করব। আমরা আবার আমেরিকার সোনালি যুগ ফিরিয়ে আনব।”নিজের রাজনৈতিক সাফল্যের জন্য পরিবার, বিশেষত স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান ট্রাম্প। ট্রাম্পের পরে বক্তব্য রাখতে ওঠেন তাঁর ‘রানিং মেট’, হবু ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। তিনি জানান, এই ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তন প্রায় বিরল।
Hindustan TV Bangla Bengali News Portal