দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আবাস যোজনার সমীক্ষা নিজে রাজ্যজুড়ে বিক্ষোভের মধ্যেই এবার আবাস যোজনায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। একই সঙ্গে বিডিওর বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলেন বিচারপতি রবিকিশান কাপুর। ক্যানিং ১ নম্বর ব্লকের এই ঘটনায় দুর্নীতির কথা আদালতে স্বীকার করেছে রাজ্য সরকার।২০২১ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার জন্য আবেদন করেন ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের সিরাজুল মণ্ডল-সহ পাঁচ বাসিন্দা। দীর্ঘদিন টাকা না আসায় পঞ্চায়েতের দ্বারস্থ হন আবাসের টাকা থেকে বঞ্চিত পাঁচজন। অভিযোগ, তখন পঞ্চায়েত থেকে বলা হয় টাকা আসেনি। পরে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় যে, তাঁরা টাকা পাওয়ার জন্য যোগ্য নন। এই প্রেক্ষিতে ২০২৩ সালে আদালতে মামলা করা হলে স্বাধীন তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার আরজি জানানো হয়। এই মামলায় রিপোর্ট তলব করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর।এরপরই রাজ্যের আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি কাপুর। তিনি বলেন, টাকার পা নেই। টাকা নিজে নিজে যেতে পারে না। টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তাই গিয়েছে। এটা ইচ্ছাকৃত জালিয়াতি। এই জালিয়াতির দায় পঞ্চায়েত ও বিডিওর। তাই অবিলম্বে বিডিওর বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া শুরু করতে হবে। একই সঙ্গে বিডিও ও পঞ্চায়েত প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও তলব করেছেন বিচারপতি।
Hindustan TV Bangla Bengali News Portal