দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মুর্শিদাবাদের অশান্ত এলাকায় যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী| বুধবার মামলাটি গ্রহণও করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে দিনের শেষে শুভেন্দুর আর্জির বিষয়ে কোনও পদক্ষেপ করল না সিঙ্গল বেঞ্চ|মামলা যাবে প্রধান বিচারপতির কাছে। আগামিকাল, বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।মুর্শিদাবাদে যেতে পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দুকে অনুমতি দিচ্ছে না। কিন্তু বিভিন্ন দলের নেতা-নেত্রীরা সেখানে যাচ্ছেন বলে দাবি করেছিলেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ধুলিয়ানে যেতে চেয়ে মামলা করেন শুভেন্দু। বুধবার শুনানির শেষে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। জনস্বার্থ মামলা বিচারাধীন থাকায় হস্তক্ষেপ করেনি আদালত।এদিকে, আগামিকাল হাইকোর্টে এনআইএ চেয়ে মামলার শুনানি রয়েছে। বিরোধী দলের পাশপাশি আক্রান্ত পরিবারের সদস্যরাও এই একই আবেদন করেছে। সেই মামলাগুলির সঙ্গে শুভেন্দুর মামলাও আগামিকাল হাই কোর্টে উঠতে পারে। বিরোধী দলনেতার অভিযোগ, গত ১৩ এপ্রিল পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও পুলিশ অনুমতি দেয়নি। আদালতে শুভেন্দুর আইনজীবী বলেন, “পুলিশ অন্য রাজনৈতিক দলের নেতাদের হিংসা এলাকায় যেতে অনুমতি দিচ্ছে। কিন্তু বিজেপির ক্ষেত্রেই পুলিশের যত আপত্তি।” পাল্টা হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি থেকে মোথাবাড়ির প্রসঙ্গ টেনে আদালতে বলেন, মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ওখানে এই মুহূর্তে যদি বিরোধী দলনেতা যান তাতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। আদালতে কল্যাণ এও বলেন, পুলিশ কেন্দ্রীয় বাহিনী যেখানে মানুষের কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করছে, সেখানে অযযা উত্তেজনার পরিবেশ তৈরি করা ঠিক নয়।প্রধান বিচারপতির এজলাসে মামলাটি রয়েছে বলেও আদালতকে জানান তিনি। এরপরই শুভেন্দুর আর্জির বিষয়ে কোনও পদক্ষেপ না করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশের ওপর পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন বিচারপতি।
Hindustan TV Bangla Bengali News Portal