Breaking News

‘‌ওরাই চাকরি খেয়েছে, আবার ওরাই জবাব চাইছে’‌,ওয়াকফ সমাবেশেও এসএসসি কাণ্ডে সরব মুখ্যমন্ত্রী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসসি’‌র প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। এই ঘটনার জন্য আবার বিজেপি–সিপিএমকেই কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম–মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী নিজের ক্ষোভ উগরে দিলেন। সুপ্রিম কোর্টের রায় যে একতরফা সেটাও আজ সবার সামনে তুলে ধরলেন।
এদিন মুখ্যমন্ত্রী জানান, সংসদে ওয়াকফ বিলের প্রতিবাদে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদরা। কিন্তু তাতেও লাভ হয়নি বলেই দাবি করেন। এর পরিপ্রেক্ষিতেই তাঁর মুখে শোনা যায় এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গ। এদিন ফের তিনি দাবি করলেন, চাকরি বাতিলের নেপথ্যে বাম-বিজেপির চক্রান্ত ও আদালতের এক পাক্ষিক মনোভাব। বললেন, “ওরাই চাকরি খেয়েছে, আবার ওরাই কথা বলছে।” আজকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌নিজেরাই চাকরি খেল আবার নিজেরাই বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। ২৬ হাজার চাকরি বাতিল হল একতরফাভাবে। আর এই কারণেই অনেক সময় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এই কথা আমার নয়। এটা কবিগুরুর কথা। আমরা তো চাকরি দিয়েছিলাম। তোমরা চাকরি খেলে কেন?‌ গত ১০ বছরে কতগুলি ছেলে–মেয়েকে চাকরি দিয়েছো?‌ জবাব দিতে হবে।’‌অন্যদিকে ত্রিপুরায় এবং উত্তরপ্রদেশেও চাকরি খেয়েছিল বিজেপি বলে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী।বামফ্রন্ট সরকার ত্রিপুরায় থাকাকালীন ১০ হাজারের বেশি শিক্ষক–শিক্ষিকার চাকরি গিয়েছিল। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে তা ফিরিয়ে দেবে। কিন্তু তা বাস্তবে ঘটেনি বলে জানান মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *