প্রসেনজিৎ ধর, কলকাতা :- কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গত কয়েকদিন ধরেই অশান্ত মুর্শিদাবাদ৷ অশান্তির আঁচ ছড়িয়েছে ভাঙড়েও | এর মধ্যে শান্তিরক্ষার বার্তা দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে | বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী | সেখানেও শান্তি স্থাপনের উদ্দেশ্যে একাধিক বার্তা দিতে দেখা যায় মমতাকে | হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সাহায্যের কথাও নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী |ওয়াকফ আইন নিয়ে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে বাংলায় তার জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তুলোধনা করেছেন অমিত শাহকে। কংগ্রেসকেও নিশানা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন, ‘ওয়াকফ নিয়ে কিছু অশান্তির ঘটনা ঘটেছে। যেখানে গণ্ডগোল হয়েছে সেটা মালদার এলাকা। কংগ্রেস জিতবে আর গোলমাল হলে জনপ্রতিনিধিরা নিয়ন্ত্রণ করতে পথে নামবেন না সেটা আমি আশা করি না। প্ররোচনামূলক বক্তব্য দেওয়া হয়েছে। যদি এটা তৃণমূল কংগ্রেস করত তাহলে তিনজন বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না।’এরপরই সংবিধানকে যে বিজেপি মানছে না সেটা তুলে ধরেন। ওয়াকফ বিল নিয়ে এসে সংসদে শরিকদের ধরে তা পাশ করানো হয়েছে। সংবিধান সংশোধন করে সেটা করা হয়নি। আর বাংলায় যে গোলমাল লাগানো হচ্ছে তার জন্য অমিত শাহ দায়ী বলে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘এই গোলমালের জেরে তিনজনের প্রাণ চলে গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি আমার মুখ্যসচিবকে বলছি, যাঁদের প্রাণ গিয়েছে সেই তিনটি পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর যাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাঁদের বাংলার বাড়ি প্রকল্প থেকে বাড়ি করে দেওয়া হবে। এটা প্রি প্ল্যান্ড কমিউনাল রায়ট। বিজেপি বাইরের গুন্ডা নিয়ে এসে গোলমাল করেছে। রামনবমীতে করার পরিকল্পনা ছিল। সেটা করতে পারেনি। তাই এভাবে করেছে। আমি খুঁজে বের করব বিএসএফ কাদের হাত করে এই কাজ করেছে।’
Hindustan TV Bangla Bengali News Portal