দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- ফের মেট্রো লাইনে ঝাঁপ। শোভাবাজার-সুতানুটি ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। শুক্রবার বেলা ১২টা ৪৫ মিনিটে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী (৩০)। যে কাণে দমদম থেকে সেন্ট্রালের মাঝে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছিল। সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত চালানো হয় মেট্রো।
জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২ টা বেজে ৩৬ নাগাদ মেট্রোটি দমদম ছাড়ে। ১২ টা বেজে ৪৫ মিনিট নাগাদ পৌঁছয় শোভাবাজারে। প্রচুর যাত্রীর ভিড় ছিল স্টেশনে। সেই সময় আচমকাই এক ব্যক্তি লাইনে ঝাঁপ দেন। স্বাভাবিকভাবেই সকলে হতচকিত হয়ে পড়েন। বিষয়টি বোঝামাত্রই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আপ ও ডাউন-দুই লাইনেই আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। শুরু হয় উদ্ধার কাজ।সেই ব্যক্তিকে উদ্ধার করতে লাইনে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ব্যস্ত সময়ে মাঝেরর স্টেশনগুলিতে মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তি যাত্রীদের। আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে মেট্রো কর্তৃপক্ষ।
Hindustan TV Bangla Bengali News Portal