Breaking News

‘রেখাকে কুকথা বলিনি’, সাফাই ফিরহাদ হাকিমের !সমর্থন মদন মিত্রর

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সব নারীকেই তিনি মাতৃরূপে দেখেন ৷ বিজেপি নেত্রী রেখা পাত্রকে ‘কুমন্তব্য’ করা নিয়ে জলঘোলা হওয়ায় এমনই সাফাই ফিরহাদ হাকিমের ৷ তাঁর দাবি, মহিলা হিসেবে নয়, হেরে যাওয়া ভোটের প্রার্থী হিসেবেই রেখা পাত্রের উদ্দেশে ‘হেরো মাল’ শব্দটি ব্যবহার করেছেন তিনি৷সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রের উদ্দেশে কুমন্তব্যের অভিযোগ প্রসঙ্গে দুঃখপ্রকাশ করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার সন্দেশখালি থানায় অভিযোগ করেছিলেন রেখা। সন্দেশখালির রাস্তায় ফিরহাদের অপসারণের দাবিতে বিক্ষোভও দেখান তাঁরা। তার পর শুক্রবার কলকাতায় নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মেয়র। জানালেন, কোনও মহিলার উদ্দেশে নয়, ওই মন্তব্য তিনি করেছিলেন বিজেপির হেরে যাওয়া প্রার্থীকে নিয়ে। তবু রেখার তাতে খারাপ লেগে থাকলে তিনি দুঃখিত।হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে এসে বিজেপিকে হেরো পার্টি এবং নেত্রী রেখা পাত্রকে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। আর তাঁর বক্তব্যের মাঝে ‘হেরো মাল’ কথাটি বলে ফেলায় বিতর্ক তুঙ্গে ওঠে। ইমেইল করে তখন অভিযোগ বিধাননগর কমিশনারেটে দায়ের করেন রেখা পাত্র। বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে ওঠে জাতীয় মহিলা কমিশন। আর আজ নিজের মন্তব্য নিয়ে সাফাই দিতে গিয়ে ফিরহাদ হাকিম দাবি করলেন, ‘‌আমি মাল কথাটি বিজেপিকে বলতে চেয়েছি। কোনও মহিলাকে অপমান করিনি। আমি কোনও নারীকে অসম্মান করিনি। কোনওদিন করবও না।’‌এই নিয়ে এফআইআর করা হলেও তার কোনও যুক্তি খুঁজে পাননি কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। বরং তিনি ফিরহাদ হাকিমকে সমর্থন করেছেন। মদন মিত্রের কথায়, ‘‌যারা রাস্তায় টিয়া পাখি নিয়ে বসে বলে, আজ ওমুকের জন্ম হবে, ওমুকের মৃত্যু হবে, ওমুকে চন্দ্রযানে যাবে, তাহলে তো তাদের বিরুদ্ধেও এফআইআর করতে হয়। ভবিষ্যৎ নিয়ে যখন কটূ মন্তব্য করছে। আর বিজেপি তো মালই। এই কথা বলাটা তো অন্যায় নয়। আর এটা বলার মধ্যে কোনও দোষ নেই তো। এফআইআর কেন হবে?‌’‌ মদন মিত্র এভাবেই সহকর্মী ফিরহাদ হাকিমকে সমর্থন করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *