প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে স্বস্তি পেলেন বর্ধমান মেডিক্যালের ৭ পড়ুয়া ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার তাঁরা ক্লাসে ফিরতে পারবেন ৷ শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দেন ৷ ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে ৷ সেই কারণে কলেজ কর্তৃপক্ষ ওই সাতজন পড়ুয়াকে কলেজ এবং কলেজ হোস্টেলে ঢোকা বন্ধ করে দিয়েছিল ।শুক্রবার ওই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্তের অন্তর্বর্তী নির্দেশ, আপাতত ক্লাস করতে পারবেন ওই ডাক্তারি পড়ুয়ারা। তাঁরা ক্লাস করতে গিয়ে কোনও বাধার সম্মুখীন হলে থানার সাহায্য নিতে পারবেন। তবে এখনই হস্টেলে প্রবেশ করতে পারবেন না। আগামী ১১ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।গত ১১ সেপ্টেম্বর ইশা পাল-সহ সাত জনের বিরুদ্ধে র্যাগিং করার অভিযোগ করেন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কয়েক জন ছাত্র-ছাত্রী। ওই অভিযোগের প্রেক্ষিতে সাত জন পড়ুয়ার কলেজ এবং হস্টেলে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। সাসপেন্ড হওয়া পড়ুয়াদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুক্রবার সওয়াল করে বলেন, ‘‘র্যাগিংয়ের চার্জ কী, তা জানানো হয়নি। একতরফা ভাবে কর্তৃপক্ষ কী ভাবে কলেজে প্রবেশ নিষিদ্ধ করতে পারেন? শুধুমাত্র অভিযোগ শুনেই পদক্ষেপ?’’ এর পরেই কল্যাণ বলেন, ‘‘এটাই তো হুমকি সংস্কৃতি।’’ এর পরে কলকাতা হাইকোর্ট জানায়, আপাতত ওই পড়ুয়ারা ক্লাস করতে পারবেন।