দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সোমবার রাত থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমান বসুর জ্বর এসেছিল। তার সঙ্গে সর্দি – কাশি ও অন্যান্য সমস্যা। সোমবার রাতেও জ্বর কমেনি। এরপরেই কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয় |হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। কোনও সংক্রমণ থেকে জ্বর কি না, মঙ্গলবার তা পরীক্ষা করে দেখা হবে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার কিছু শারীরিক পরীক্ষা হবে। ডাক্তারেরা দেখবেন। তার পর কী ভাবে চিকিৎসা এগোবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”৮৪ বছর বয়সেও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন বিমান বসু| শরীরে জ্বর নিয়েই উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিমান। সোমবার রাতে কলকাতায় ফিরতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর শ্বাসকষ্টও হচ্ছিল বলে জানা গিয়েছে। কবে বিমানকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে, এখনও পর্যন্ত তা জানা যায়নি। তবে বর্ষীয়ান নেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন দলের কর্মী-সমর্থকেরা। তাঁর সুস্থতা কামনা করছেন সকলেই।
Hindustan TV Bangla Bengali News Portal