দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ঝুলে রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি। বুধবার বিশেষ সিবিআই আদালতে হল না জামিন সংক্রান্ত শুনানি। ইডির দাবি, প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত সব মামলা ইডির বিশেষ আদালতে শুনানি হোক। অর্থাৎ এক বিচারকের কাছেই প্রাথমিক দুর্নীতির শুনানি হোক। অন্যদিকে, বুধবার বিশেষ সিবিআই আদালতে হত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। ইডির আবেদনকে কেন্দ্র করে এদিন তাঁর জামিন মামলার শুনানি হল না। জানা গেছে, আগামী ২২ নভেম্বর প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত দায়ের করা সিবিআইয়ের মামলার শুনানি হবে কোন আদালতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে এবছরও কি জামিনে মুক্ত হবেন না পার্থ? বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি | এদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জোরাল তথ্য প্রমাণ আদালতে পেশ করতে তৎপর সিবিআই। বিচারকের কাছে তিন সাক্ষীর গোপন জবানবন্দি করাতে আইনি প্রক্রিয়া শুরু করেছে সিবিআই।