প্রসেনজিৎ ধর, কলকাতা :- দক্ষিণ কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডস মোড়ের কাছে একটি বাজারে বুধবার দুপুরে আগুন লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। লর্ডস মোড়ের পিছনের দিকে একটি বাজার রয়েছে। সেখান থেকেই দুপুরে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। ঝুপড়ি এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ১৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।জানা গেছে, দুপুরে লর্ডস মোড়ের পিছনে একটি বাজারে হঠাৎ আগুন লেগে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। বাজারের ভিতরে ঝুপড়ি এলাকা থেকে কালো ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। কী থেকে লাগল আগুন, এখনও জানা যায়নি।আগুন নজরে আসার পর স্থানীয় বাসিন্দারাই শুরুতে তা নেভানোর চেষ্টা করেন। আগুনের খবর পেয়ে প্রথমে দমকলের ১০টি ইঞ্জিন পাঠানো হয় দুর্ঘটনাস্থলে। পরে আরও ৬টি ইঞ্জিন যায়। যাদবপুর থানা থেকেও পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বাজার এলাকা হওয়ায় অনেকগুলি ছোট ছোট ঝুপড়ি দোকান রয়েছে। কিছু দাহ্য বস্তুও সেখানে মজুত ছিল বলে অনুমান করা হচ্ছে। আগুনের ভিতর থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। সম্ভবত দোকানগুলিতে রাখা গ্যাস সিলিন্ডারগুলিতেই বিস্ফোরণ হয়েছে। ঝুপড়ি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজারের ভিতরে। আগুনের যে তীব্রতা, তাতে প্রচুর ঝুপড়ি দোকানের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সারি সারি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal