নিজস্ব সংবাদদাতা :- পর পর দুদিন প্রিজন ভ্যান থেকে সঞ্জয় রায় মুখ খোলার পরই মঙ্গলবার শিয়ালদহ আদালতে পেশ করার সময় প্রিজন ভ্যানের বদলে বিশেষ গাড়িতে করে সঞ্জয়কে নিয়ে আসা হল৷মঙ্গলবার ছিল বিচারপর্বের দ্বিতীয় দিন। এদিন আদালতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আরজি করের দুই জুনিযার ডাক্তারের। ফলে বিচার শুরু আগে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রেসিডেন্সি সংশোধনগার থেকে সঞ্জয়কে নিয়ে আসা হয় শিয়ালদহ আদালতে। তবে এদিন প্রিজন ভ্যানে নয়। অন্য একটি গাড়িতে করে আদালতে আনা হয় তাঁকে। প্রতিদিনই অবশ্য নিরাপত্তাজনতি কারণে প্রিজন ভ্যান এসকর্ট করে আনা হয় আদালতে। এদিন আরও কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয় সঞ্জয়কে।৪ নভেম্বর চার্জ ফ্রেম হয় আরজি করে খুন ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে। পর পর দু দিন আদালত থেকে বের করার সময় মুখ খুলেছে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়৷ চাঞ্চল্যকর অভিযোগ করে দাবি করেছে তাঁকে ফাঁসানো হয়েছে৷সোমবার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন তো শিয়ালদহ আদালত থেকে বের করার সময় প্রিজন ভ্যান থেকে সরাসরি প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল এবং ডিসি ডিডি স্পেশ্যালের নাম করে তাকে ফাঁসানোর অভিযোগ করে৷ প্রিজন ভ্যানের তুলনায় আকারে অনেক ছোট এই গাড়িটি চারপাশ দিয়ে কালো কাচ দিয়ে ঘেরা৷ তার উপর রয়েছে জালের আস্তরণ৷ ফলে ভিতর থেকে কেউ কিছু বললেও শোনা মুশকিল৷ গাড়িটি আকারে ছোট হওয়ায় সেটি সরাসরি আদালতে প্রবেশের গেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়৷ ফলে সংবাদমাধ্যমের পক্ষেও সঞ্জয়ের কাছাকাছি যাওয়া কঠিন হচ্ছে৷ তবে এত কিছুর পরেও সঞ্জয়ের মুখ বন্ধ করা যায়নি৷ এ দিন আদালতে ঢোকার সময় সঞ্জয় রায়ও চিৎকার করে বলতে থাকে, ‘আমার গাড়ি বদলে দেওয়া হয়েছে৷’