নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টায় এবার ফিরহাদ হাকিমের নিশানায় পুলিশ। কসবার তৃণমূল কাউন্সিরকে প্রকাশ্যে খুনের চেষ্টাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিক সম্মেলনে ফিরহাদ বলেন, ‘এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া যাবে না। এটা আমাদের সংস্কৃতি নয়। আমাদের কাউন্সিলরের যদি প্রাণ যেত, তাঁর পরিবারের ক্ষতি হত। আমাদের দলের ক্ষতি হত। তাই পুলিশকে বলব অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও এত আর্মস আসছে কীভাবে। বলছে মুঙ্গের থেকে নাকি আর্মস আসছে। তাহলে সেটা আটকানো যাচ্ছে না কেন? পুলিশ কী করছে? ইন্টেলিজেন্স কোথায়?’পুলিশকে দায়িত্ব বোঝাতে ক্ষুব্ধ মেয়র এও বলেন, “কলকাতার কোথাও জল না থাকলে সেটা দেখার দায়িত্ব কার? নিশ্চয়ই আমার। একইভাবে শহরে এত আর্মস ঢুকছে কী করে? মুঙ্গের থেকে আমর্স ঢুকছে বললে তো হবে না! সেটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। গুন্ডা দমনের কাজ ফিরহাদ হাকিম বা সুশান্ত ঘোষের নয়। এটা দেখার কাজ পুলিশের।”এ বিষয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য শহরের গুন্ডা রাজত্বের জন্য তৃণমূলকেই দায়ী করেছেন। তিনি বলেন, “এই গুন্ডা রাজত্বের বাড়বাড়ন্তের জন্য তো দায়ী ফিরহাদ হাকিমেরাই। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তো এসব হচ্ছে। এখন সে সব অস্বীকার করলে হবে কি করে?”সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “ফিরহাদ জেনে বুঝে বলেছেন কিনা জানি না, তবে ওনাকে বলব- পুলিশকে কেন বলছেন? পুলিশ কেন দুষ্কৃতী দমন করতে পারছেন না, তার কৈফিয়ৎ চান পুলিশ মন্ত্রীর কাছ থেকে।”
Hindustan TV Bangla Bengali News Portal