দেবরীনা মণ্ডল সাহা:- রেশন ডিলারের ছেলেকে অপহরণ। ৫০ লক্ষ টাকা না দিলে খুনের হুমকি দিয়েছিল আততায়ীরা। ২৪ ঘণ্টার মধ্যে যুবককে উদ্ধার করল পুলিশ। রাস্তা থেকে গাড়িতে তুলে অপহরণ করা হল যাওয়া হল এক রেশন ডিলারের ছেলেকে। এরপরই পরিবারের মুক্তিপণ চেয়ে হুমকি ফোন আসে। তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হয় পরিবার। পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে দুবরাজপুরের একটি জঙ্গল থেকে উদ্ধার করে যুবককে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। মুর্তজা খান নামে একজনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। রেশন ডিলারের ৩৫ বছরের ছেলে ওইদিন দুপুরে যখন ফিরছিলেন তখন রাস্তা থেকে দুই দুষ্কৃতী তাঁকে অপহরণ করে। কিছুক্ষণ পর তাঁর বাবার কাছে একটি ফোন আসে। যেখানে এক ব্যক্তি জানায় তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে।মুক্তিপণের জন্য ৫০ লক্ষ টাকাও চায় তারা। প্রথমে ব্যাপারটায় গুরুত্ব না দিয়ে এলাকায় ছেলের খোঁজ শুরু করেন। কোথাও না পেয়ে বেগতিক দেখে দুশ্চিন্তায় পড়ে যায় অপহৃতের পরিবার। ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে দুষ্কৃতীরা হুমকি দেয়। বলে টাকা না দিলে ছেলেকে ছাড়া হবে না। এরপরেই স্থানীয় পাড়ুই থানার পুলিশে অভিযোগ জানানো হয়।
পুলিশ ঘটনার তদন্তে নেমে অপহৃতের মোবাইলের লোকেশন ধরে খোঁজ করতে দেখা যায় দুবরাজপুরের একটি জঙ্গল দেখাচ্ছে। এরপরেই পুলিশ বিকেলে ওই জঙ্গলে অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। উদ্ধার করে রেশন ডিলারের ছেলেকে। পুলিশের একটি সূত্র বলছে, এক অপহরণকারীর সঙ্গে রেশন ডিলারের দোকানের এক কর্মচারীর পরিচয় আছে। তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।