প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের আগুন অ্যাক্রোপলিস মলে। সোমবার সকালেই আগুন লাগে অ্যাক্রোপলিস শপিং মলে। সূত্রের খবর মলের দ্বিতীয় তলায় লেগেছে আগুন। এর আগে গত জুন মাসেও আগুন লেগেছিল, ফের আগুন লাগল কীভাবে? বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। সাধারণের জন্য খুলে দেওয়া হল মল।জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ ফুড কোর্টের একটি খাবারের দোকানে রান্নার জায়গায় আচমকাই আগুন লেগে যায়। তবে আগুন ছড়ানোর আগেই তৎপর হয়ে যান দোকানের কর্মীরা। মলের অন্যান্য কর্মীও আসেন ঘটনাস্থলে। বেশ কিছু ক্ষণের চেষ্টায় মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে মলের জনসংযোগ আধিকারিক অভিষেক পাল জানান, ওই দোকানে রান্না করার সময় তেল লিক করে আগুন লাগে। তবে মল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অ্যাক্রোপলিসের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু বলেন, ‘‘সোমবার সকালে ফুড কোর্টের একটি ছোট আগুন লাগে। তবে আমাদের কর্মীদের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। সাময়িক ভাবে মল বন্ধ রাখা হয়েছিল। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরই শপিং মল খুলে দেওয়া হয়।’’গত ১৪ জুনেও কসবার এই নামীদামি শপিং মল অগ্নিকাণ্ডের সাক্ষী ছিল। সেবার চারতলার একটি বুক স্টোর থেকে আগুন লাগে। তা ধীরে ধীরে ফুড কোর্টে ছড়াতেই গল গল করে ধোঁয়া বেরতে দেখেন পথচলতি মানুষজন। সেবারও মলটি খালি করে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করেছিল দমকল বাহিনী। পাঁচমাসের মধ্যে ফের একই দুর্ঘটনা। মলের অগ্নিনির্বাপণ পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে।
Hindustan TV Bangla Bengali News Portal