Breaking News

কসবা কাণ্ডে ব্যবহৃত স্কুটার খুঁজে পেল পুলিশ,কে এই ‘ছোট্টু’? নম্বর প্লেট পাল্টে সকলের চোখে ধুলো দেওয়ার চেষ্টা?

নিজস্ব সংবাদদাতা , কলকাতা :-অবশেষে মিলল কসবা কাণ্ডে স্কুটির হদিশ। সূত্রের খবর, বন্ডেল গেটের সামনে একটি গলি থেকে পরিতক্ত অবস্থায় স্কুটি উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা। যুবরাজ সিংয়ের সঙ্গে এদিন স্কুটিতে চেপে যে আর এক দুষ্কৃতী এসেছিল, তার নাম ছোট্টু বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, স্কুটির নম্বর বদল করা হয়েছিল, সেই কারণেই এতদিন স্কুটি চিহ্নিত করা যায়নি।তদন্তকারীদের সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বন্ডেলগেট এলাকা থেকে একটি পরিত্যক্ত স্কুটার পাওয়া গিয়েছে। অনুমান, সেই স্কুটারই ব্যবহার হয়েছিল কসবাকাণ্ডে।কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত। শুক্রবার তাঁকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। সুশান্তকে মারতে স্কুটারে করে দু’জন দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে গিয়েছিলেন। স্কুটারের পিছন থেকে এক জন নেমে পিস্তল তুলে ধরেন কাউন্সিলরকে লক্ষ্য করে। পিস্তল কাজ না করায় হামলার চেষ্টা ব্যর্থ হয়। পরে পালানোর সময় যুবরাজ সিংহ নামে এক জনকে ধরে ফেলেন স্থানীয়েরা। তবে স্কুটার নিয়ে পালান অন্য এক জন। ঘটনার চার দিন পর সেই স্কুটারের খোঁজ মিলল।১৫ নভেম্বর রাতে কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে প্রাণে মারার চেষ্টা হয়৷ যদিও বরাতজোরে প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর৷ ঘটনাস্থল থেকেই যুবরাজ সিং নামে এক দুষ্কৃতী ধরা পড়ে৷ জেরায় যুবরাজের মুখেই শোনা যায় জনৈক ইকবালের নাম৷ পুলিশ সূত্রে খবর, এই ইকবালই তিন জন দুষ্কৃতীকে বিহার থেকে নিয়ে আসে। ইতিমধ্যেই কসবা কাণ্ডে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে এক ট্যাক্সি চালকও রয়েছে৷ সূত্রের খবর, যুবরাজ সিং নামে ধৃত দুষ্কৃতী জেরায় দাবি করেছে, তাকে শুধু সুশান্ত ঘোষকে ভয় দেখাতে বলা হয়েছিল৷ পরে গাড়িতে করে এসে তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ছক ছিল বলেও দাবি করে সে। কলকাতার কসবায় কাউন্সিলারকে খুনের চেষ্টায় অভিযুক্ত গুলজারকে শনিবার দুপুরে গ্রেফতার করে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। শুক্রবার হামলার আগে পার্ক সার্কাস এলাকায় আসেন ওই তিন জন। সেখানেই বাইক নিয়ে অপেক্ষা করছিলেন আফরোজ়। ওই বাইকে চেপেই চার জন রওনা দেন কসবার দিকে। তবে মাঝে একটি ট্র্যাফিক সিগন্যালে বাইক দাঁড় করান আফরোজ়। সেখানেই নেমে যান যুবরাজ। ট্যাক্সিচালক আহমেদও ছিলেন সেই সিগন্যালে। যুবরাজের জন্য অন্য একটি স্কুটারের ব্যবস্থা করা হয়েছিল। সেই স্কুটারে চেপেই ঘটনাস্থলে পৌঁছন যুবরাজ। পলাতক স্কুটারচালকের খোঁজ চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *