দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাসে উঠে মহিলা যাত্রীর সঙ্গে অসভ্যতা করার অভিযোগ উঠল পুরুষ যাত্রীর বিরুদ্ধে। তখন ওই মহিলা যাত্রী পুলিশে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার জেরেই পুলিশ কিয়স্কে চড়াও হয়ে তুমুল ভাঙচুর করার অভিযোগ উঠল অভিযুক্ত ব্যক্তির পরিচিতদের বিরুদ্ধে। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে শিয়ালদা ট্রাফিক গার্ডের কিয়স্কে। আর আজ, মঙ্গলবার একজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল।জানা গিয়েছে, সোমবার রাতে বাগুইআটি থেকে বাসটি শিয়ালদহের দিকে যাচ্ছিল। বাসে ছিলেন অভিযোগকারী তরুণী ও তাঁর মা। খান্না থেকে সেই বাসে ওঠেন বছর ৫১-এর এক ব্যক্তি। অভিযোগ, বাসে ওঠার পর পরই তিনি ওই তরুণীর সঙ্গে অভব্য আচরণ করেন। এ নিয়ে শুরু হয় দুই যাত্রীর ঝামেলা। মুহূর্তে সে অশান্তি তুমুল আকার নেয়।
পূরবী সিনেমা হলের কাছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ বিষয়টি দেখতে পেয়ে শিয়ালদহ ট্রাফিক গার্ডে জানায়। এরপরই অভিযুক্তকে বাস থেকে নামিয়ে পুলিশ গার্ডের কিয়স্কে বসানো হয়। ততক্ষণে আটক ব্যক্তি ফোনে পরিচিতদের ডেকে আনেন বলে খবর।অভিযোগ, এর পরই বেলেঘাটা রোডের পুলিশ কিয়স্কে ভাঙচুর চালানো হয়। পুলিশের সামনেই তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় মঙ্গলবার সকালে মুচিপাড়া থানা এলাকার বাসিন্দা ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষের বক্তব্য, ‘মনে হচ্ছে পুলিশের নিরাপত্তার জন্য এবার কেন্দ্রীয় বাহিনীকে ডাকতে হবে।’ যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় জানান, যা ঘটেছে তা অনভিপ্রেত।