Breaking News

দ্বিতীয় বিয়ের পরও পরকীয়ায় মত্ত স্বামী!বাধা দিতেই স্ত্রীকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রসেনজিৎ ধর :- প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে। চারমাস আগে পুত্র সন্তানের জন্ম হয়েছে। অথচ পরকীয়ায় মত্ত স্বামী | স্ত্রী পথে বাধা হওয়ায় সোডার বোতলে বিষ মিশিয়ে খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, বাইকে করে স্ত্রীকে বাবার বাড়ির পাশে রাস্তায় অচৈতন্য অবস্থায় ফেলে পালায় স্বামী। জামাইয়ের বিরুদ্ধে মঙ্গলবার মালদহের চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন শাশুড়ি। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।চাঁচল ২ ব্লকের সাঞ্চিয়া গোপালপুরের নিতাই রবিদাসের মেয়ে সীতা রবিবাদাসের বিয়ে হয় রতুয়া ২ ব্লকের মাগুরা এলাকার পেশায় ফল ব্যবসায়ী কমল রবিদাসের সঙ্গে। কমলের ছিল এটি দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যু হয়। সন্তানের জন্মের পর চালচলন বদলে যায় কমলের। তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ তুলছেন তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ পান করিয়ে প্রাণে মারার চেষ্টা করেন কমল। গত ১৩ নভেম্বর বুধবার স্ত্রীর বাপের বাড়ি এলাকার রাস্তায় স্ত্রীকে ফেলে পালিয়ে যায় কমল। পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার চাঁচল থেকে মালদহ মেডিক্যালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এদিন জামাই সহ সাতজনের বিরুদ্ধে চাঁচল থানার লিখিত অভিযোগ হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *