প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ধাক্কা এক বৃদ্ধাকে। কলকাতায় গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলরের ছেলে। আহত ওই বৃদ্ধাকে ভর্তি করা হয়েছিল শিশুমঙ্গল হাসপাতালে। পরে তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বুধবার সকালে বিবেকানন্দ পার্কের কাছে ৭০ বছরের এক বৃদ্ধাকে ধাক্কা মারে একটি বেপরোয়া গাড়ি। তারা সাহা নামে ওই মহিলা এসএসকেএমে ভর্তি। গাড়িতে ছিলেন ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের দুই ছেলে। ছোট ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায় গাড়িটি চালাচ্ছিলেন। তাঁকে গ্রেপ্তার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। মামলা রুজু হয়েছে জামিন অযোগ্য ধারায়।বৃদ্ধার ডান হাতে চোট লেগেছে বলে জানা গেছে। সার্দান অ্যাভিনিউ এলাকায় বিবেকানন্দ পার্কের কাছে এই দুর্ঘটনা ঘটে। এই প্রসঙ্গে মিতালি জানিয়েছেন, তাঁর দুই ছেলেই গাড়ি নিয়ে বেরিয়েছিল। গাড়ি চালাচ্ছিল ছোট ছেলে শুদ্ধসত্ত্ব। লেক কালীবাড়ির সামনে রাস্তা পারাপারের সময়ে ধাক্কা লাগে। তাঁর কথায়, রাস্তায় পরপর দুটি গাড়ি ছিল। বৃদ্ধা কোন দিকে যাবেন বুঝতে পারেননি, তখনই ঘটে যায় দুর্ঘটনা।এদিন দুপুরে রবীন্দ্র সরোবর থানায় গিয়ে দেখা যায় সেখানে দাঁড়িয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। সামনে বনেটের একাংশ দুমড়ে গিয়েছে। এসএসকেএম হাসপাতালে আহত মহিলার একাধিক পরীক্ষা করা হয়েছে। তাঁর আঘাতের গুরুত্ব বোঝার চেষ্টা করছেন চিকিৎসকরা। তবে এখনও তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যে কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর জন্য মামলা রুজু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির গতি বেশি ছিল না সত্যিই বৃদ্ধা আচমকা রাস্তার মধ্যে চলে আসেন তা দেখছে পুলিশ। অন্য যে গাড়িতে ধাক্কা লেগেছে তার চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।