Breaking News

পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, ই-স্কুটারে নবান্নে গেলেন মমতা, চালক ফিরহাদ হাকিম, ‘মোদি সরকার জনবিরোধী’ কটাক্ষ মমতার

দেবরীনা মণ্ডল সাহা :- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের | বৃহস্পতিবার হাজরা থেকে ব্যাটারি চালিত স্কুটিতে রওনা দেন নবান্নের উদ্দেশে | স্কুটি চালালেন তাঁর মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম | তাঁর পিছনের আসনে বসে মমতা বন্দ্যোপাধ্যায় | এই অভিনব দৃশ্যের সাক্ষী থাকল গোটা বাংলা | নেই কোনও স্লোগান | দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আমজনতার মতো স্কুটারে চেপে নিজের দফতরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী | সাদা শাড়ি, মাথায় নীল হেলমেট | ফিরহাদের পরনেও সাদা কুর্তা | তবে দু’জনের গায়েই দেখা গিয়েছে ফেস্টুন | আর সেখানেই ফুটে উঠেছে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদের ভাষা | এ দিন হুগলি সেতুর ওপর সে অর্থে বিশেষ কোনও নিরাপত্তার ব্যবস্থাও ছিল না | নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী স্কুটারে চালকের আসনে বসে মাইক ধরেন। তারপর সুর চড়ান পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে|

এরপরই কেন্দ্রকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “মোদি সরকার যখন প্রথম ক্ষমতায় আসে সেই সময়ের এবং এখনকার পেট্রল-ডিজেলের দামের মধ্যে ফারাক দেখুন | এর মধ্যে একটা বিরাট ভাঁওতা আছে | গ্যাস তো দিচ্ছেনই না, উলটে গ্যাস খাওয়াচ্ছেন | পুরো দেশটাকে মোদি সরকার বেচে দিচ্ছে | এই সরকার জনবিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, যুব সমাজ বিরোধী সরকার, মহিলা বিরোধী সরকার |” তৃণমূল নেত্রী জানিয়েছেন, মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মসূচি চলছে, চলবে | সেই সঙ্গে গোটা দেশে অন্যান্য বিরোধীদেরও রাস্তায় নামতে অনুরোধ জানিয়েছেন মমতা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *