প্রসেনজিৎ ধর,কলকাতা :- মর্মন্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক প্রৌঢ়ের। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নিউটাউন থানা এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, চা খেতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন নিউটাউনের আনন্দ পল্লির বাসিন্দা সন্তোষ ব্রহ্ম। বয়স ৫২ বছর। হেঁটে চা খেতে যাচ্ছিলেন তিনি। সেই সময় পিছন থেকে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক গাড়িটি পলাতক। এলাকায় থাকা সিসিটিভি তদন্ত শুরু করেছে পুলিশ। গত কয়েকদিন ধরেই কলকাতাতেই একের পর এক বেপরোয়া গাড়ির জেরে দুর্ঘটনার খবর উঠে আসছে। রাস্তায় বেরিয়ে অকালে প্রাণ খোয়াচ্ছেন কত মানুষ। ছোট্ট পড়ুয়াও বাদ নেই সেই তালিকা থেকে। |বেহালা-বাঁশদ্রোণী-সল্টলেকে গতির বলি হয়েছে স্কুল পড়ুয়া। বেপরোয়া গতির বলি খুদে থেকে বৃদ্ধ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।