Breaking News

পিকনিক করতে এসে মর্মান্তিক দুর্ঘটনা!মাইথন জলাধারে স্নানে নেমে তলিয়ে গেল তিন ছাত্র

দেবরীনা মণ্ডল সাহা :- বন্ধুদের সঙ্গে ঝাড়খণ্ড থেকে মাইথন জলাধারে বেড়াতে এসে তলিয়ে গেল তিন স্কুলছাত্র। বৃহস্পতিবার দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। তৃতীয় ছাত্রের খোঁজ চলছে | বুধবার বিকেলে ধানবাদ থেকে ছয় ছাত্র মাইথন বাঁধ ‘সংলগ্ন বরাকর নদে পিকনিক করতে আসে। বড়-বড় পাথর আর গভীর জল রয়েছে ‘তিনডাবর’ নামক ওই পিকনিক স্পটে। পাথরের নিচে বড় বড় গর্তও রয়েছে। এলাকাটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার আওতায় মাইথন থানার অন্তর্গত। এই এলাকায় সাধারণত কেউ আসে না। ওই পড়ুয়ারা এ কথা জানত না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাই সেখানে তারা স্নান করতে নামে। তার পর তিনজন আর উঠে আসেনি।ডুবে যাওয়া পড়ুয়ারা হল তাইয়াব, জায়েদ হোসেন এবং যুবরাজ সিং। বাড়ি ধানবাদ জেলার ওয়াসেপুরে। মাইথন প্রশাসন এবং স্থানীয়রা মিলে উদ্ধারকার্য চালাচ্ছে।খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছয় মাইথন থানার পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। পরিবার এবং স্থানীয়েরা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। তাঁদের দাবি, বৃহস্পতিবার সকালের আগে উদ্ধারে নামেননি কেউ। বুধবার রাতে বার বার অনুরোধ করা হলেও কানে তোলেননি প্রশাসনের আধিকারিকেরা। এই প্রসঙ্গে পুলিশ বা প্রশাসন কোনও মন্তব্য করেনি। তাদের তরফে জানানো হয়েছে, দু’জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি এক জনের খোঁজ চালাচ্ছেন ডুবুরিরা। ঘটনায় শোকের ছায়া এলাকায়। তবে কীভাবে প্রশাসনের নজরদারি এড়িয়ে ছাত্ররা তিনডাবর এলাকায় পৌঁছে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *