Breaking News

‘‌লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানো হোক’‌, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ বিজেপি সাংসদের!

প্রসেনজিৎ ধর :- লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানোোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি বিজেপি সাংসদের। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১০০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হোক, মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাত।একুশের বিধানসভা ভোটের পর বাংলার মহিলাদের জন্য একটি নয়া প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নাম, ‘লক্ষ্মীর ভাণ্ডার’। এই প্রকল্পের প্রথমে সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা, আর যাঁরা তফশিলি জাতি কিংবা উপজাতির, তাঁদের মাসে হাজার টাকা করে দেওয়া হত। পরে সাধারণ মহিলাদের জন্য অনুদান বেড়ে হয় হাজার টাকা, আর তফশিলি জাতি কিংবা উপজাতিভুক্ত মহিলাদের বারোশো টাকা।বিজেপি সাংসদ জ্যোর্তিময় বলেন, ‘মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আমি এটুকুই বলেছি, পশ্চিমবাংলার মা লক্ষ্মীদের অপমান না করে, হাজার বারোশোর টাকা থেকে অন্তত হাতখরচা দিন। আপনার নেতাদের বাড়ি থেকে ৫০ কোটি থেকে ৬ কোটি টাকা প্রত্যেকদিন মেশিন দ্বারা গুনতি করে বের করা হচ্ছে। সে বিদেশে হাজার দু’হাজার কোটি টাকা ব্যাংক ব্য়ালান্স করে রেখেছে। সে মহারাষ্ট্র হোক কিংবা মধ্যপ্রদেশ হোক, অবিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ড পর্যন্ত ঘোষণা করেছে একুশ হাজারের উপরে দেব। সেরকম মায়েদের সম্মানের খাতিরে অন্তত দিন। ২ হাজার টাকা অন্তত দিন’।বিজেপি সাংসদের আরও বক্তব্য, ‘আমাদের সরকার এলে আমাদের রাজ্ সভাপতি কিংবা বিধানসভার বিরোধী দলনেতা ঘোষণা করেছেন ৩ হাজার টাকা করে মায়েদের দেব। আপনি ৩ হাজার টাকা দিতে পারবেন না আমরাও জানি। অন্তত মায়েদের সম্মানের খাতিরে ২ হাজার টাকা দিন’।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *