দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মন্দারমণিতে হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এনজিটি’র নির্দেশ কার্যকর করতে মন্দরমণির সমুদ্রের পাড় থেকে হোটেল-রিসোর্ট ভাঙার যে নোটিস পূর্ব মেদিনীপুরের জেলাশাসক দিয়েছিলেন তাতে স্থগিতাদেশ দিয়েছে আদালত। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনের নির্দেশ শোনার পরই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন। প্রশাসনের এক কর্তার কথায়, মুখ্যসচিবের সঙ্গে আলোচনা না করে জেলা প্রশাসন একতরফাভাবে কী করে এত বড় সিদ্ধান্ত নিল, তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন তিনি। অবিলম্বে জেলা প্রশাসনকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশও দেন। গত বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হোটেল মালিকরা। তাঁদের যুক্তি ছিল, “এই হোটেল ব্যবসা থেকে আমাদের আয় হয়। এই উপার্জনেই সংসার চলে। এই ব্যবসার সঙ্গে কয়েক হাজার পবিবার যুক্ত। তাঁরা এই হোটেল চালু করার আগে প্রশাসনের সব রকম অনুমতি নিয়েছে। তাই এখন অবৈধ ঘোষণা সঠিক পদক্ষেপ নয়।” সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি অমৃতা সিনহা হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন। আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে মামলার সব পক্ষকে রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে।ফলে আপাতত স্বস্তিতে ওইসব হোটেল মালিকরা।