প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের খবরের শিরোনামে আরজি কর হাসপাতাল ৷ তিনজন ডোমের মধ্যে ঝামেলার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকল গুরুত্বপূর্ণ এই সরকারি হাসপাতালের মর্গ৷ বন্ধ মর্গ পরিষেবা । সেই কারণে সকাল থেকেই ময়নাতদন্তের কাজও বন্ধ রয়েছে ৷ ইতিমধ্যেই এই নিয়ে চিঠি জমা পড়েছে উপাধ্যক্ষের কাছে । বিষয়টি খতিয়ে দেখছে টালা থানার পুলিশ|এবার আরজি কর হাসপাতালের মর্গের ভিতরেই হাতাহাতি তিন ডোমের ! শম্ভু মল্লিক এবং গোপাল মল্লিক দু’জনেই আরজি কর হাসপাতালের মর্গে ডোমের কাজ করেন । তাঁরা দু’জনে ভাই । এছাড়াও ডোম হিসেবে সেখানে কাজ করেন সন্তোষ মল্লিক । অভিযোগ, গতকাল রাতে সন্তোষ মল্লিক হাতে মদের বোতল নিয়ে আরজি কর হাসপাতালের মর্গে আসেন । সেখানে তখন উপস্থিত ছিলেন শম্ভু মল্লিক এবং গোপাল মল্লিক । তাঁদের নাকি মদ্যপান করার অফার দেন সন্তোষ । তারপর তিনি আচমকাই মর্গের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন বলে অভিযোগ ।অভিযোগ, অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙে ফেলা হয় ৷ দরজা খোলার পর সন্তোষ মল্লিক সবাইকে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ । তিনি নানাভাবে ভয়ও দেখান গৌতম মল্লিক ও শম্ভু মল্লিককে । তাঁদের পরিবারকেও ভয় দেখানো হয় বলে অভিযোগ । এই ঘটনা ঘটার পরই কাজ বন্ধ করে দেন ডোমেরা| তাঁরা অভিযোগ জানিয়েছেন হাসপাতালের উপাধ্যক্ষকে ৷জানা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ টালা থানায় অভিযোগ জানানোর পরপরই হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে একদফায় এসে খতিয়ে দেখে গেছে। বেশ কয়েকজন পুলিশকর্মী হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে। যে কম্পিউটারগুলো ভাঙা হয়েছে তাতে একাধিক তথ্য রাখা ছিল বলে জানা যাচ্ছে। ঘটনায় আজ সকাল থেকেই হাসপাতালের ময়নাতদন্তের প্রক্রিয়া বন্ধ।
Hindustan TV Bangla Bengali News Portal