প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ছক্কা হাঁকাতেই এই বিপুল জয় নিয়ে মুখ খুললেন দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় দল তথা দলীয় প্রার্থীদের এই সাফল্যের জন্য তৃণমূলের সকলস্তরের নেতা ও কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একইসঙ্গে, বাংলার মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ‘অপপ্রচার’-এর বিরুদ্ধে গিয়ে জনমত প্রকাশ করার জন্য।জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। X হ্যান্ডলে তিনি অবশ্য বিরোধীদের কার্যত তুলোধোনা করেছেন। অভিযোগ তুলেছেন, বাংলার বিরুদ্ধে চক্রান্ত করতে কলকাতা হাই কোর্টেও গিয়ছিলেন বিরোধীরা। তা পুরোপুরি স্বার্থান্বেষণের জন্যই ছিল। পাশাপাশি বিজেপি গড় মাদারিহাটেও তৃণমূল জেতায় সেখানকার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। তৃণমূল স্তরের কর্মীদের কৃতিত্বের কথাও তুলে ধরেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিরোধীদের লাগাতার কুৎসা, অপপ্রচারের পরও উপনির্বাচনের সবকটি আসনে জয়ের পর নাম না করে বিজেপিকে ‘জমিদার’ আক্রমণ করে অভিষেক লেখেন, ‘জমিদার (বিজেপি), সংবাদমাধ্যম এবং কলকাতা হাইকোর্টের একাংশ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য লাগাতার বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কিন্তু, বাংলার মানুষ তাতে সাড়া দেয়নি। তাঁরা ফের একবার তৃণমূলের উপরেই আস্থা রেখেছেন।’ওয়াকিবহাল মহলের বিশ্লেষণ, আরজি কর কাণ্ড পর্যন্ত তৃণমূলের জনভিত্তি টলাতে পারেনি। এমনকী, অপেক্ষাকৃত শহুরে এবং মধ্যবিত্ত অধ্যুষিত নৈহাটি আসনটিও ধরে রাখতে সমর্থ হয়েছে ঘাসফুল শিবির। বরং সেখানে জয়ের ব্যবধান আগের থেকেও কয়েকগুণ বেড়েছে |