Breaking News

সংসদে অধিবেশন শুরু হওয়ার দিনেই বড় নির্দেশ মমতার!ওয়াকফ বিলের বিরোধিতায় ৩০ নভেম্বর তৃণমূলের সমাবেশ রানি রাসমণি রোডে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। আগেই জানা গেছিল, ওয়াকফ বিলের বিরোধিতায় প্রস্তাব আনতে চায় তৃণমূল কংগ্রেস। এবার জানা গেল, ওয়াকফ বিলের বিরোধিতায় পথেও নামছে তাঁরা। আগামী ৩০ নভেম্বর সভা ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। রানি রাসমণি রোডে হবে সেই সমাবেশ।ওয়াকফ বিল নিয়ে প্রথম থেকেই সূর চড়িয়েছে তৃণমূল। আগামী শনিবার, ৩০ নভেম্বর দলের সংখ‍্যালঘু সেলকে বড় সমাবেশ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে প্রধান বক্তা হিসেবে থাকছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকছেন ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা।ওয়াকফ বিল নিয়ে ইতিমধ্যে কেন্দ্রের পদক্ষেপ নিয়ে বিরোধিতার কথা জানিয়েছে তৃণমূল। এনিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ”সম্পত্তি সংখ্যালঘু সম্প্রদায়ের দেবত্তর সম্পত্তি, সেটা নিয়ে আলোচনা না করে কেন্দ্রীয় সরকার অন্যায় করছে। আজ কালীঘাটের বৈঠকে চূড়ান্ত হবে, বিধানসভায় কোন কোন বিধায়ক এই নিয়ে প্রস্তাবের উপর বক্তব্য রাখবেন।” এদিন অধিবেশন শুরু হতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। চলতি সপ্তাহেই নব নির্বাচিত ৬ বিধায়কদের শপথ গ্রহণ হতে চলেছে। এই নিয়ে রাজ্যপালকে চিঠিও দেওয়া হ্সয়েছে। ২৭ নভেম্বর তাঁদের শপথ গ্রহণ হতে পারে।’ অন্যদিকে, সংসদের শীতকালীন অধিবেশন শুরুর ঠিক আগে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের শরিকরা। তাঁরা দেখা করেন স্পিকার ওম বিড়লার সঙ্গে। তাঁদের অভিযোগ, ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনা এখনও অসম্পূর্ণ। তাদের বক্তব্য, অগস্ট থেকে এখনও পর্যন্ত জেপিসির ২৫টি বৈঠক হয়েছে। কিন্তু, সবার বক্তব্য এখনও শোনা সম্পূর্ণ হয়নি। স্পিকারের সঙ্গে বৈঠকের পর আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, জেপিসির মেয়াদ বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন স্পিকার। ১৫ দিনের মধ্যে পরবর্তী বৈঠক ডাকা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *