Breaking News

‘নিন্দনীয় ঘটনা…’বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ,এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর:- বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী গ্রেফতারির ঘটনায় আজও উত্তজনা ছড়িয়ে আছে বাংলাদেশের জায়গায় জায়গায়। অনেক হিন্দুদের ওপর হামলার ঘটনার অভিযোগ উঠছে। এই নিয়ে ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রক উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছে। এই আবহে এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় |বুধবার দিল্লিতে অভিষককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের বিষয়ে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে, সেটাই মেনে নেবে তৃণমূল। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নাক গলাতে চাইছে না দল। তবে বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে অভিষেক বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’তবে অভিষেক এও বলেন, বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কী হবে তা দিল্লির সরকার স্থির করবে। মানুষ তাদের সেজন্য জনাদেশ দিয়েছে। এটা আন্তর্জাতিক বিষয়। সুতরাং এ ব্যাপারে নয়াদিল্লি তথা বিদেশমন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সেটাই তৃণমূলের অবস্থান হবে।এদিকে, বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কথা বলেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সৌগত রায়ের বক্তব্য, ‘এটা রাজ্যের বিষয় নয়। কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করতে হবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *