দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এর প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলl সাড়ে ৪টে নাগাদ আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে এই বৈঠক হবে।৫ এবং ৬ ফেব্রুয়ারি রাজ্যে বসছে বাণিজ্য সম্মেলন। আর ঠিক তার আগে শুক্রবার নভেম্বরের শেষ সপ্তাহে আলিপুরের ‘সৌজন্য’ প্রেক্ষাগৃহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিকেল সাড়ে চারটে থেকে এই বৈঠক শুরু হবে বলে সূত্রের খবর। এই বৈঠকে একাধিক শিল্পপতি-সহ সমাজের নানান বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে |এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের কী ভাবনা, শিল্পে বিনিয়োগের পরিবেশ আরো কীভাবে তুলে ধরা যায়। বাংলাকে বিভিন্ন শিল্পপতিদের সামনে আরও কীভাবে বিনিয়োগ যোগ্য করে তোলা যায়, তা নিয়েই বিস্তারিত আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞদের মতে, রাজ্যে বাণিজ্য সম্মেলন হওয়ার পর থেকেই বিনিয়োগের সম্ভাবনা অনেকটাই বেড়েছে।গত বছরের ২১ এবং ২২ নভেম্বর বিজিবিএস-এর আয়োজন করেছিল রাজ্য সরকার। সে বার তিন বছরে ২০ হাজার কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিয়েছিলেন শিল্পপতি মুকেশ অম্বানি। এর পর চলতি বছরে বিজিবিএস-না করার সিদ্ধান্ত নেয় রাজ্য। তার পরিবর্তে পুজোর আগে ‘বিশ্ব বাংলা শপিং ফেস্টিভ্যাল’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তা ছাড়া, পশ্চিমবঙ্গ সরকার বরাবরই দাবি করে এসেছে, লগ্নির সেরা গন্তব্য এ রাজ্যই। ফলে আগামী বছরের ফেব্রুয়ারির ওই সম্মেলনকে মাথায় রেখে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না নবান্ন।
Hindustan TV Bangla Bengali News Portal