Breaking News

এত কথা বলো কেন?শোকজের জবাব দাও, পরে কথা হবে!বিধানসভায় হুমায়ুনকে ধমক মুখ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- দলের তরফে শো-কজ করার পরের দিনই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে কম কথা বলার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন হুমায়ুন। তার পর তিনি জানান, তাঁকে দ্রুত শো কজ়ের জবাব দিতে বলেছেন মমতা। নেত্রীর নির্দেশ মেনে শীঘ্রই সেই জবাব দেবেন বলেও জানিয়েছেন হুমায়ুন। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন বসে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভার ভিতরেই হুমায়ুনকে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি হুমায়ুনকে লক্ষ্য করে বলেন, ‘এত কথা কেন বলো? বেশি বলো না?’ এরপর হুমায়ুন কবীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরেও যান। সেখানেও তাঁকে ধমক দেন মুখ্যমন্ত্রী। তিনি হুমায়ুনকে দেখেই বলেন, ‘আগে শোকজের জবাব দাও।’ মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শীঘ্রই শো কজ়ের জবাব দেবেন বলে জানিয়েছেন হুমায়ুন। শো কজ়ের জবাব দেওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে তাঁকে। বুধবার অবশ্য তিনি বলেছিলেন, ‘‘আমার কথায় যদি দলের অস্বস্তি হয়, তা হলে আমি তার জবাব দেব।’’তৃণমূলের পরিষদীয় দল সূত্রে খবর, অরূপ বলেছেন, প্রকাশ্যে কোনও মন্তব্য করার আগে হুমায়ুন নিজের সমস্যার কথা যেন তাঁকে জানান। হুমায়ুন তাঁকে জানিয়েছেন, এর আগে ফিরহাদ হাকিমকে নিজের সমস্যার কথা বলেছিলেন, কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *