Breaking News

কুঁদঘাটে মর্মান্তিক দুর্ঘটনা,ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল পুরসভার চার কর্মীর, ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা :- শহরের বুকে মর্মান্তিক দুর্ঘটনা | কুঁদঘাটপাম্প হাউসের কাছে ম্যানহোলে কাজ করতে নেমে মৃত্যু হল কলকাতা পুরসভার চার কর্মীর | জানা গিয়েছে, এলাকায় পাম্পিং স্টেশন তৈরির কাজের জন্য, বেলা সাড়ে ১২ টা নাগাদ ৪ জন ঠিকাকর্মী ম্যানহোল পরিষ্কার করতে নামেন | কাদা এবং পলি জমে ওই ম্যানহোল আটকে গিয়েছিল বলে জানা গিয়েছে |

সেই ম্যানহোল পরিষ্কার করতে নেমে দীর্ঘক্ষণ কেটে যায় | যখন গোটা বিষয়টি তাদের নজরে আসে, হাকডাক শুরু করেন ম্যানহোলের বাইরে দাঁড়িয়ে থাকা বাকিরা|এরপর পুলিশ ও দমকলে খবর দেন | ঘটনাটি ঘটেছে ১১৪ নং ওয়ার্ডে, নেতাজী স্টেশনের কাছে | দীর্ঘক্ষণ পর তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় | তাঁদের মধ্যে দুজনকে এসএসকেএম বাকি দু’জনকে বাঘাযতীন হাসপাতালে ভর্তি করা হয় | সেখানেই মৃত্যু হয় তাঁদের|প্রত্যক্ষদর্শীরা জানান, উপযুক্ত নিরাপত্তার সরঞ্জাম ছিল না ওই শ্রমিকদের কাছে | কেবল দড়ি বেঁধেই নিচে নেমেছিলেন তাঁরা| এর ফলেই বিপদ আরও বেড়ে যায় | এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে | কি কারণে মৃত্যু হয়েছে তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ |ঘটনাস্থলে যান অরূপ বিশ্বাস | মৃত কর্মীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *