দেবরীনা মণ্ডল সাহা :-স্বাস্থ্যে ‘ডায়মন্ড হারবার মডেল’। ‘কলকাতার বুকে ৫ হাজার ডাক্তারকে নিয়ে কনভেশন করব’, ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।১২০০ ডাক্তারকে নিয়ে নিজের নির্বাচনী কেন্দ্রে মেগা সম্মেলন করলেন অভিষেক| শুরু করলেন স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ‘সেবাশ্রয়’ কর্মসূচি। জানালেন কলকাতাতেও এরপর ৫০০০ জন ডাক্তারদের নিয়ে কনভেনশন করবেন। স্বাস্থ্য শিবিরে মানুষের শরীরের পরীক্ষা নিরিক্ষার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসার মিলবে বলেও জানান অভিষেক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন ডাক্তাররা। তাঁদের কাঁধেই এই গুরু দায়িত্ব তুলে দিলেন অভিষেক। আরজি কর কাণ্ডের পরবর্তী পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। চিকিৎসকদের নিয়ে এর আগে এমন কোনও বৈঠকে যোগ দিতে দেখা যায়নি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে। পাশাপাশি কলকাতায় ৫০০০ ডাক্তারদের নিয়ে কনভেনশন করার ঘোষণাও উল্লেখযোগ্য তো বটেই। এদিন এক্স হ্যান্ডেল থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাত বিধানসভার মানুষের জন্য বিশেষ কর্মসূচির ঘোষণা হয়েছে। বলা হয়েছে সামনের বছরের ২ জানুয়ারি থেকে আগামী ৭৫ দিন সেখানকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির চলবে।