প্রসেনজিৎ ধর:- নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীর খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে ৷ বাসে সওয়ার আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন ৷ শনিবার দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশে রওনা দেয় বেসরকারি এই বাসটি ৷তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। বাসের মধ্যে থেকে আহত যাত্রীদের বার করে আনার কাজ শুরু হয়েছে।স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাস গ্যাংটক যাচ্ছিল। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তে রংপোর কাছে আচমকাই বাসটি খাদে পড়ে যায়। রাস্তা থেকে সোজা তিস্তায় পড়ে বাসটি।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিকিম এবং কালিম্পং পুলিশ। উদ্ধারকারী দলের সদস্যেরা বাসের মধ্যে থেকে যাত্রীদের বার করে আনার কাজ শুরু করেছেন। কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মণ্যম টি বলেন, ‘‘উদ্ধারকাজ চলছে। কয়েক জনের মৃত্যুর খবর পেয়েছি। প্রায় ২০ জনের উপর আহত হয়েছেন।’’ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে খবর।জানা গিয়েছে, কালিম্পং ও সিকিম সীমানায় রংপোর কাছে ভোটেভিরে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে যায় বাসটি ৷ তবে, জলস্তর কম থাকায় তিস্তার পাড়ের বাসটি আছাড় খায় ৷ ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে কাজ শুরু করেছে ৷কালিম্পং জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, “উদ্ধার কাজ চলছে ৷ এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পেয়েছি ৷ প্রায় কুড়ি জনের উপর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৷”