Breaking News

পার্ক স্ট্রিটের হোটেল থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী!ভারতীয় পরিচয়পত্র বানিয়ে কলকাতার হোটেলে চাকরির অভিযোগ,উদ্ধার জাল পাসপোর্ট

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার খোদ কলকাতার বুকে হদিস মিলল বাংলাদেশি অনুপ্রবেশকারীর | মধ্য কলকাতার অভিজাত এলাকা বলে পরিচিত মার্কুইজ স্ট্রিটের একটি হোটেল থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একাধিক জাল নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ধৃত সেলিম মহম্মদ, বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা।পার্ক স্ট্রিট থানা সূত্রে জানা গিয়েছে, মার্কুইজ স্ট্রিটের একটি হোটেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কর্মরত রয়েছেন বলে খবর আসে। এরপর সেই হোটেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। থানায় নিয়ে এসে যাবতীয় নথি যাচাই করে তদন্তকারীরা বুঝতে পারেন তার সবগুলিই ভুয়ো। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে রবি শর্মা নামে ভারতীয় পাসপোর্ট উদ্ধার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে আধার কার্ডও| ওই কাগজপত্র ব্যবহার করেই কলকাতায় আশ্রয় নিয়েছিলেন। মার্কুইজ স্ট্রিটের একটি হোটেলে কাজ করতে শুরু করেছিলেন তিনি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাঁকে পাকরাও করে পার্কস্ট্রিট থানার পুলিশ। মেলে ভারতের সচিত্র পরিচয়পত্র।
পুলিশ সূত্রে খবর, ওই যুবক আদতে বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা। বছর দুয়েক আগে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কলকাতায় থাকতে শুরু করেন। তাঁর আসল নাম সফিক সরদার। সক্রিয়ভাবে বিএনপি করতেন তিনি। কলকাতায় থাকাকালীন নিয়মিত ওইদেশের সঙ্গে যোগাযোগ রাখতেন রবি। সেখানকার বাসিন্দারা এলে তাঁদের কলকাতায় থাকার ব্যবস্থাও করতেন যুবক। রীতমতো ব্যবসা পেতে বসেছিলেন। এর নেপথ্যের কারণ জানার চেষ্টায় পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *