Breaking News

বারাণসীর হাসপাতালে প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত । এদিন বারাণসীর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বারাণসীর থিওজফিক্য়াল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ২৩ অক্টোবর বারাণসীতে বক্তৃতা দিতে গেছিলেন। বারাণসীর অনুষ্ঠানেই সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর। বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। নাক-মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। একমাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে।সেই বারাণসীতেই জীবনাবসান হয়েছে তাঁর। স্পষ্ট বক্তা হিসাবে অত্যন্ত পরিচিত ছিলেন পঙ্কজ দত্ত। তিনি একেবারে আপোষহীন ছিলেন। শাসকদলের নানা অনিয়মের বিরুদ্ধে একেবারে জোর গলায় তিনি বার বার প্রতিবাদ করে গিয়েছেন। সেই পঙ্কজ দত্ত চলে গেলেন। এদিকে পঙ্কজ দত্ত প্রতি সন্ধ্যায় কার্যত টেলিভিশনের টকশোতে অংশ নিতেন। সেখানে একের পর এক একেবারে আপোষহীন বক্তব্য রাখতেন তিনি। এজন্য তাঁকে নানা সময়ে নানা সমালোচনা, চাপের মুখে পড়তে হয়েছে। কিন্তু তারপরেও তিনি তাঁর অবস্থান থেকে সরেনি। পঙ্কজ দত্তের প্রয়াণে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। একাধিক সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান থেকে তাঁকে সরতে দেখা যায়নি কোনওদিন। তবে কিছুদিন আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এমনকি পুলিশের চাপের মুখেও পড়তে হয় তাঁকে। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই প্রয়াত হলেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *