Breaking News

১০ মাস পর কড়া পুলিশি নিরাপত্তায় পঞ্চায়েত সমিতিতে আরাবুল,ভাঙড়ে অশান্তির আশঙ্কায় স্থানীয়রা!

নিজস্ব সংবাদদাতা :-১০ মাস পর পুলিশি নিরাপত্তায় পঞ্চায়েত সমিতির অফিসে ফিরলেন আরাবুল ইসলাম। তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। তাঁকে স্বাগত জানাতে রীতিমতো পুষ্পবৃষ্টি হয়।বছরের পর বছর ধরে ভাঙড়ের রাজনৈতিক পরিবেশ উত্তাল। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পরে এখানে চলছিল উত্তেজনা, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন আরাবুল ইসলাম। পঞ্চায়েত সমিতির সভাপতির পদে থাকা আরাবুলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল,যার মধ্যে অন্যতম ছিল আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার হত্যাকাণ্ডে তাঁর নাম জড়ানো। এরপর গত বছর জুন মাসে গ্রেফতার হন তিনি এবং ৮ ফেব্রুয়ারি তাঁকে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ গ্রেফতার করে। তারপর থেকে আরাবুল ইসলামকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁর অনুপস্থিতিতে ভাঙড় ২ ব্লকের তৃণমূল শিবিরে শওকত মোল্লার প্রভাব বাড়তে থাকে। এই সময়েই ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সোনালী বাছাড়কে কার্যকারী সভাপতি করা হয়। কিন্তু আরাবুল ইসলাম জেল থেকে মুক্তি পাওয়ার পর এক নতুন জল্পনা শুরু হয়।২ জুলাই শর্তসাপেক্ষে জামিন পেয়ে মুক্তি পাওয়ার পর ১০ মাস পর তিনি পঞ্চায়েত সমিতির অফিসে ফেরেন। এর সঙ্গে সঙ্গেই শুরু হয় এক নতুন রাজনৈতিক পালাবদল। তাঁর ফিরে আসায় ভাঙড়ের রাজনৈতিক মহলে অস্থিরতা বাড়তে শুরু করেছে। সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়লেও বিরোধীরা আশঙ্কা করছে যে, এই পুনরায় তাঁর ক্ষমতায় ফিরে আসা এলাকায় নতুন করে অশান্তি তৈরি করতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *