দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দেশজুড়ে MBBS এর অ্যাডমিশনের ক্ষেত্রে এন.আর.আই কোটায় দুর্নীতির তদন্তে নেমে রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি। টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশন, আর সেই কোটায় যোগ্য ছাত্রদের বঞ্চিত করে ডাক্তারি পড়া। এই দুর্নীতি সামনে আসতেই গত কয়েক মাস যাবৎ তদন্ত শুরু হয়েছে দেশ জুড়ে। একাধিক প্রথম সারির মেডিক্যাল কলেজ থেকে প্রচুর পরিমাণে অভিযোগ সামনে আসে। সূত্রের খবর এই ধরণের ভুয়ো NRI কোটায় মেডিকেল কলেজে অ্যাডমিশন দুর্নীতির তদন্তেই রাজ্য জুড়ে তৎপর ইডি অভিযান।নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি নিয়ে গত কয়েকবছর ধরেই সরগরম বাংলা। তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক মন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক গ্রেপ্তার হয়েছেন। এরই মাঝে এন আর আই কোটায় জাল নথি দিয়ে এমবিবিএস কলেজে ভর্তির অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে মঙ্গলবার সকালে সল্টলেকের বিসি ব্লকের একাধিক আবাসনে হানা দেন ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে আবাসন। চলছে তল্লাশি। এই তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে শুধু সল্টলেক নয়, তল্লাশি চলছে বজবজ, দুর্গাপুর, হলদিয়া, ঝাড়গ্রাম-সহ একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ ও কয়েকজনের বাড়িতেও।কোটায় মেডিকেল কলেজে অ্যাডমিশন দুর্নীতির তদন্তেই রাজ্য জুড়ে তৎপর ইডি অভিযান।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যে মঙ্গলবার মেগা অভিযান ইডির। হলদিয়া দুর্গাপুর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে অভিযান চালাচ্ছে ইডি |