প্রসেনজিৎ ধর, কলকাতা :-কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় আরও এক দুষ্কৃতী গ্রেফতার। বিহারের বৈশালী থেকে তাকে গ্রেফতার করল লালবাজার গুন্ডাদমন শাখা। ধৃতের নাম লক্ষ্মণ শর্মা ওরফে ছোটু।কলকাতা পুলিশের দাবি, শুটার যুবরাজ সিংকে স্কুটারে চাপিয়ে ঘটনাস্থলে নিয়ে এসেছিল ছোটু। শুটার ধরা পড়লেও স্কুটার চালক পালিয়ে যায়। হামলায় ব্যবহৃত স্কুটার বন্ডেল গেটের কাছের গলি তয়েকে আগেই উদ্ধার করেছিল পুলিশ।বিহারের বৈশালী থেকে অভিযুক্ত লক্ষ্মণ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হবে কলকাতায়। ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৭ |গত ১৫ নভেম্বরের ওই ঘটনায় অভিযুক্ত শুটার যুবরাজকে আগেই ধরেছিল পুলিশ। তবে এলাকা ছেড়ে চম্পট দিয়েছিলেন স্কুটারচালক। এবার সেই স্কুটার চালককেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক এলাকারই বাসিন্দা। ঘটনার দিন শুটার যুবরাজকে পার্ক সার্কাস এলাকার বন্ডেল গেটের কাছ থেকে স্কুটারে তুলে নেন ছোটু। এছাড়াও, ঘটনার আগে ছোটু গুলজারের সঙ্গে গিয়ে এলাকা রেকি করে এসেছিলেন বলে অভিযোগ। ছোটুর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর থেকেই কসবা কাণ্ডে বিহার-যোগের দাবি করে আসছেন তদন্তকারীরা। অভিযোগ, বিহারের বাসিন্দা এক ব্যক্তির সাহায্যেই ‘শুটার’ ভাড়া করা থেকে শুরু করে অস্ত্র জোগাড় করা হয়েছিল। এমনকি, ধৃত ছোটু স্থানীয় বাসিন্দা হলেও তাঁকেও বিহার থেকেই ধরেছে পুলিশ। ঘটনার নেপথ্যে আরও কেউ রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Hindustan TV Bangla Bengali News Portal