দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাইবার ফ্রড আটকাতে উদ্যোগী রাজ্য সরকার। শিশু থেকে এই বিষয়ে সচেতনতা গড়ে তোলা হোক। এবার রাজ্য সরকার একটা এই নিয়ে সচেতনতা গড়তে কার্টুন আকারে বই আনল রাজ্য। নাম দেওয়া হয়েছে সাইবারের সম্মোহন।ডিজিটাল প্রতারণা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে রাজ্য তথ্যপ্রযুক্তি দফতর। সাইবার ফাঁদ থেকে মানুষকে সচেতন করতে বুক লঞ্চ করলেন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানিয়েছেন, এই বইয়ে কার্টুনের মাধ্যমে বাচ্চা থেকে বয়স্ক সকলকে সচেতন করা হবে। আপাতত বই লঞ্চ করা হলেও এরপর ডিজিটাল অ্যাপও চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল জানিয়েছেন, সম্প্রতি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের প্রায় ৩ হাজারের বেশি কর্মীকে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে সাইবার সুরক্ষা নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। বাবুলের কথায়, বর্তমানে প্রতারকরা খুব সহজ এবং সরল ভাষা ব্যবহার করেই প্রতারণার জাল ছড়ায়। আমজনতা সাতপাঁচ না ভেবে তাদের কথা মতো কাজ করে এবং প্রতারণার শিকার হয়। এই ধরনের বই এবং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েই প্রতারণার ঘটনাগুলি কমাতে হবে। তিনি এও জানান, বেশকিছু ব্রাউজারের ওপর নজরদারি চালানো হচ্ছে। তবে কোন কোন ব্রাউজার সরকারের নিশানায় রয়েছে তা জানাননি রাজ্যের মন্ত্রী। তাঁর আশা, এই ট্রেনিংয়ের মাধ্যমে এবং সচেতনতার দ্বারা সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে বেশি মাত্রায় বাঁচানো সম্ভব হবে। প্রত্যেক বিধায়ককে দেওয়া হচ্ছে সাইবার ক্রাইম নিয়ে সচেতন করার জন্য দুটি বই কমিক্স এর মাধ্যমে। এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে কিভাবে মানুষ সচেতন হবেন এবং বাঁচবেন সাইবার ফ্রডের হাত থেকে।