প্রসেনজিৎ ধর, কলকাতা :-দল বিরোধী মন্তব্যের জন্য শোকজ হতে হয়েছিল। তাঁর নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়। এবার সুর বদল করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এতদিন ধরে প্রকাশ্যে যে সব কথা বলে এসেছেন, সেগুলো বলা উচিত হয়নি, এই কথা শোনা গেল তাঁর মুখে।মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে বলেন, “আমি গত কয়েকদিন প্রকাশ্যে দলের সম্পর্কে যে সব কথা বলেছিলাম, তার অনেকটাই ভুল ছিল। সোমবারের বৈঠকে নেত্রী আমাকে গাইড করেছেন। এখন থেকে ওনার কথা শুনেই চলব!”মঙ্গলবার হুমায়ুন কবীর আরও বলেন, ‘আমি ভুল করেছি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। এই নিয়ে কোনও বক্তব্যই নেই, কোনওদিন ছিলও না। এখন বিধায়কদের সমস্যা জানানো জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। ফলে আর সমস্যার কিছু নেই। ওই গ্রুপেই সমস্যার কথা জানাবো।’ প্রসঙ্গত, সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে দলের বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, যা বলার তিনি বলবেন, তিনিই শেষ কথা। এরপরই এদিন ‘ভুল’ স্বীকার করতে দেখা গিয়েছে ‘বিদ্রোহী’ বিধায়ককে।