Breaking News

বিচারের দাবিতে ফেসবুক পেজ খুললেন আরজি করে নির্যাতিতার বাবা-মা!ভিডিয়োয় দেশবাসীকে বার্তা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর হাসপাতালে নিহত মহিলা চিকিৎসকের বাবা এবং মা একটি নতুন ফেসবুক পেজ খুলেছেন। বিচারের দাবি জানিয়ে সেই পেজ থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিয়ো বার্তাও। রাজ্য তথা সমগ্র দেশের মানুষকে পাশে থাকার অনুরোধ করেছেন কন্যাহারা দম্পতি। নতুন করে বিচারের দাবিতে আওয়াজ তোলার কথা বলেছেন।‘ট্রুথ অ্যান্ড জাস্টিস: ভয়েস অফ আরজি কর ভিক্টিম’ নামক ওই পেজের শুরুতেই নির্যাতিতার মা বাবা জানিয়েছেন, বিচার চাইতে, নিজেদের যন্ত্রণার কথা জানাতে, আর যেন এরকম ঘটনা না ঘটে, সেজন্যই তাঁরা সোশ্যাল মাধ্যমে এই পেজ খুলেছেন। সংশ্লিষ্ট পেজ থেকে একটি ভিডিও বার্তাও পোস্ট করেছেন তাঁরা। যেখানে চার মাস পরেও বিচার না পাওয়ার যন্ত্রণার কথা উল্লেখ করে রাজ্য তথা দেশবাসীকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। বিচারের দাবিতে আন্দোলনকে আরও তীব্রত করার আহ্বানও জানিয়েছেন সন্তান হারা বাবা-মা।
ওই পেজেই একটি ভিডিয়ো বার্তাও দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। দেশবাসীকে আহ্বান জানিয়ে তাঁরা বলেছেন, ‘‘চার মাস হয়ে গেল, আমাদের মেয়ের সঙ্গে গত ৯ অগস্ট রাতে কী হয়েছিল, এখনও আমরা জানি না। প্রথমে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত করছিল। ওদের তদন্তে আমাদের আস্থা ছিল না। তাই আমরা হাইকোর্টে অন্য এজেন্সির তদন্তের জন্য আবেদন জানাই। এখন এই ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু তার পরেও চার মাসে কিছু জানা গেল না। আপনারা আমাদের সঙ্গে থাকুন।’’নির্যাতিতার বাবা-মা আরও বলেছেন, ‘‘আমরা খুব যন্ত্রণায় দিন কাটাচ্ছি। আমাদের মেয়ে এত দিন ধরে যা কিছু করেছিল, নিজের দমে করেছিল। ৯ অগস্ট ওর সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। সেই সঙ্গে আমাদেরও সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। আমরা বিচার পাচ্ছি না। সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের পাশে থাকুন। সারা দেশে আবার আওয়াজ উঠুক, আমরা যেন বিচার পাই। এটাই সকলের কাছে আমাদের নিবেদন। আপনারা সঙ্গে থাকলে নিশ্চয়ই আমরা বিচার পাব।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *