Breaking News

এবার তথ্য লোপাটের দায়ে সিবিআই? নতুন করে তদন্তের আর্জি নিয়ে হাই কোর্টে অভয়ার বাবা-মা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা চলমান তদন্তে অসন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে সিবিআই-এর উপর অবিশ্বাসের কথাও জানান। তাই নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এদিন নতুন মামলা প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, আপনারা সাক্ষ্য গ্রহণ সন্তুষ্ট নন? তবে বিচার প্রক্রিয়া আটকানো যাবে না | আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছিল গোটা বাংলা। তবে তিন মাসের মাথায় এই ঘটনায় জামিন পেয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। কারণ হিসেবে জানা গিয়েছে, চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। এর পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসবের মাঝে বৃহস্পতিবার সকালে নতুন করে তদন্তের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হন অভয়ার বাবা-মা। তাঁরা বলেন, “তদন্তের নামে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণ চলছে। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।” এর পরই সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি।বিচারপতি আরও বলেন, সুপ্রিম কোর্ট তদন্তের অগ্রগতি দেখছে। আমি দেখব ভিক্টিমের বাবা-মা যা বলছেন সেটা নিয়ে কি তদন্তের অগ্রগতি কি! চার্জশিট জমা দেওয়ার পর তদন্ত কি হয়েছে? আরও কাউকে তদন্তের স্বার্থে প্রয়োজন কিনা সেটা জানাবে সিবিআই। ২৪ ডিসেম্বর পরবর্তী শুনানি। সিবিআই জানায়, আমাদের অগ্রগতি জমা দিতে সমস্যা নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *