দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় ফের আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট। বেপরোয়া গতিতে ছুটে চলা গাড়ি থামাতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ। জোড়াবাগান ট্রাফিক গার্ড এলাকায় সেন্ট্রাল এভিনিউের ঘটনা। অভিযুক্ত গাড়ির চালককে আটক করা হয়েছে। মধদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। পুলিশ সূত্রে জানা যায়, বনগাঁ থেকে গাড়িটি আসছিল। গিরিশ পার্ক মোড়ের কাছে ব্রেথ এনালাইজ টেস্ট করা হয়। চালক-সহ গাড়িটি আটক করে গিরিশ পার্ক থানায় নিয়ে গেছে পুলিশ। চালক-সহ তিন জন যাত্রীকে আটক করে জোড়াবাগান থানার পুলিশ। মূলত যাত্রীদের বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ এবং চালকের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশের গায়ে হাত দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে। এক ট্রাফিক পুলিশ বলেন, “চালক মদ্যপ অবস্থায় রয়েছেন। গাড়ি আটকাতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত দেয়। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”