Breaking News

নগদ ৭ কোটি বাজেয়াপ্ত হল পুরসভার ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে!হতভম্ব দুর্নীতি দমন শাখার অফিসাররা

প্রসেনজিৎ ধর :- মেদিনীপুর জেলার এগরায় হানা দিয়েছিল দুর্নীতি দমন শাখা বা এসিবি। এগরা পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে মিলেছে টাকার পাহাড়, এমনই খবর সূত্রের। শুধু টাকাই নয়, ওই বাড়ি থেকে প্রচুর সোনার গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে। পুরসভার প্রাক্তন ওই ইঞ্জিনিয়ারের এগরা ও কলকাতার ঠিকানায় একযোগে তল্লাশি চলে। এগরার বাড়ি থেকে সেখান থেকেই বিপুল পরিমাণ টাকা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয় বলে খবর। এমন একটা সময়ে সেই তল্লাশি অভিযান চলেছে যখন মুখ্যমন্ত্রী রয়েছেন ওই জেলাতেই। এগরার অদূরে দীঘায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর থেকে এগরা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে কসবা-এগরা এলাকায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে এবং কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। সূত্রের খবর, ওই ইঞ্জিনিয়ার এগরা পুরসভায় কর্মরত থাকাকালীন তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এরপর তাঁকে ধূপগুড়ি পুরসভায় বদলি করে দেওয়া হয়েছিল। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তিনি অবসর নেবেন।সম্প্রতি ঠিকাদার, ইঞ্জিনিয়ারদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের নিচতুলার একাংশের প্রতি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী এব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এই আবহে এগরায় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তল্লাশি ঘিরে জোরদার আলোচনা। দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা এগরার একটি ব্যাঙ্কেও তল্লাশি চালায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *