দেবরীনা মণ্ডল সাহা :- রাজ্যসভার সাংসদদের বৈঠকে এবার আমন্ত্রণ পেলেন সুখেন্দুশেখর রায়। আর দলের সঙ্গে দূরত্ব কমাতে তাঁকে সাহায্য করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার সকালে দলের সাংসদ তথা মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন সুখেন্দুশেখর রায়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। আর বিকেলে রাজ্যসভার সাংসদের নিয়ে যে বৈঠক আছে সেখানে আমন্ত্রণও জানানো হয়েছে তাঁকে বলে সূত্রের খবর। আরজি কর কাণ্ড নিয়ে একের পর এক বিতর্কিত পোস্ট করেছিলেন সুখেন্দু। তাতেই তাঁর জীবন থেকে সুখ হারিয়ে গিয়েছিল। তখন আঁকে লালবাজারেও তলবও করা হয়েছিল। আর সেই সময় থেকেই দূরত্ব তৈরি হয় সুখেন্দুশেখর রায়ের সঙ্গে দলের।এমনকী সম্প্রতি দলের জাতীয় কর্ম সমিতির বৈঠকেও দেখা যায়নি তাঁকে। সূত্রের খবর, সমস্যার সমাধানের পথ খুঁজতে দলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখা করেছিলেন সুখেন্দু। কুণাল তাঁকে পরামর্শ দিয়েছিলেন, ভুল স্বীকার করে নেত্রীকে চিঠি দেওয়ার জন্য । সূত্রের দাবি, কুণালের পরামর্শ মেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লেখেন সুখেন্দু। সেই মতো তৈরি হয় চিঠি। যার শুরুতেই লেখা ছিল, ‘আমার ভুল হয়ে গিয়েছে।’ তারপর আরও কিছু কথা লেখা ছিল। অতীতের কথাও সেখানে লেখা ছিল বলে সূত্রের খবর। কুণাল ঘোষের পরামর্শ মেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লেখেন সুখেন্দুশেখর রায়। আর তাতেই কমে গেল দূরত্ব।নিজের সেই সময়কার মানসিক অবস্থা বোঝাতে চিঠিতে নাকি নেত্রীকে সুখেন্দুশেখর এও লেখেন, যে আরজি করের ঘটনায় একজন মেয়ের বাবা হিসেবে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তারপর নানা রকম খবরে তিনি আরও বিভ্রান্ত হয়ে প্রকাশ্যে একাধিক মন্তব্য করে ফেলেছিলেন। সুখেন্দুর ওই চিঠির পরই নেত্রীর নির্দেশে এদিন ডেরেক তার সঙ্গে বৈঠক করেন বলে জানা যাচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal